নতুন চাঁদ দেখে যে দোয়া পড়বেন

নতুন চাঁদ
নতুন চাঁদ  © সংগৃহীত

নতুন চাঁদ দেখে দোয়া পড়া নবীজির সুন্নত। ঈদুল ফিতর, রমজানসহ প্রত্যেক নতুন চাঁদ দেখে দোয়ার শিক্ষা রয়েছে হাদিসে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ (স.) নতুন চাঁদ দেখলে নিরাপাত্তা, ঈমান, শান্তি, কল্যাণ ও বরকতের দোয়া করতেন।

দোয়াটি হলো- اللَّهُمَّ أهِلَّهُ عَلَيْنَا بِالأمْنِ وَالإيمانِ، وَالسَّلاَمَةِ وَالإسْلاَمِ، رَبِّي وَرَبُّكَ اللهُ

উচ্চারণ: আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি, ওয়াস সালামাতি ওয়াল ইসলামি, রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। 
অর্থ: হে আল্লাহ! তুমি ওই চাঁদকে আমাদের ওপর উদিত করো নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে। (হে চাঁদ) আমার ও তোমার প্রতিপালক আল্লাহ। হেদায়াত ও কল্যাণের চাঁদ। (সুনানে তিরমিজি: ১২২৮)

এ দোয়াটি হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়া পড়তেন। যেকোনো মাসের নতুন চাঁদ, এমনকি রোজা ও ঈদের চাঁদ দেখার দোয়াও এটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence