জাতীয় নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ তিন সিদ্ধান্ত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৫, ০৪:০২ PM
জাতীয় নাগরিক কমিটির (জানাক) ১১তম সাধারণ সভা আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় কেন্দ্রীয় সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানাকের আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র এবং মুখ্য সংগঠক ছাড়া কমিটির অবশিষ্ট অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেলসমূহ ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ ছাড়া রাজনৈতিক দলে যোগদানকারী সকল কেন্দ্রীয় সদস্যের সদস্যপদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
দল ঘোষণার পর যারা রাজনৈতিক দলে যোগ দেবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে জানাকের সদস্যপদ হারাবেন। তবে যারা দলে যোগ দেবেন না, তাদের সদস্যপদ বহাল থাকবে।
আরো পড়ুন: ‘ঢাকা বিশ্ববিদ্যালয়-বেসরকারি বিশ্ববিদ্যালয়’ হাতাহাতিতে ছাত্রীসহ আহত ১১
এ ছাড়া, আহ্বায়ক, সদস্য সচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। তাদের উদ্যোগে জানাকের তিন সদস্যের একটি আনুষ্ঠানিক ফোরাম গঠন করা হবে, যা ভবিষ্যতে জানাকের অর্গানোগ্রাম নির্ধারণ করবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানাক আগামী ২৮ ফেব্রুয়ারি একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে। এই দল গঠনের পর জানাক একটি সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে আর কোনো নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবে না।
জানাকের মুখপাত্র সামান্তা শারমিন জানান, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জানাক তার কার্যক্রম পরিচালনা করবে। ভবিষ্যতে জানাক একটি শক্তিশালী সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে সক্রিয় থাকবে।’