এসএসসি পরিক্ষার্থী © ফাইল ফটো
আগামী ১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। ইতিমধ্যে সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।
তবে নতুন রুটিন অনুযায়ী ২০ এপ্রিল নির্ধারিত গণিত (আবশ্যিক) পরীক্ষার তারিখ থাকলেও তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খ্রিস্টান সম্প্রদায়। ওই দিন ইস্টার সানডে, এটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পার্বণ তাই ওই দিনের গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষার তারিখ পরিবর্তনের আবেদন জানিয়েছে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ড।
আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী পরিচালক জ্যোতি এফ গমেজ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি প্রকাশিত এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি অনুযায়ী, ২০ এপ্রিল খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ‘ইস্টার সানডে’র দিনেই গণিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, এই দিনটি সরকারিভাবে ঐচ্ছিক ছুটির তালিকায় রয়েছে।
আরও বলা হয়, বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মেলনের প্রতিনিধিদল গত ৭ নভেম্বর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ‘ইস্টার সানডে’কে সরকারি ছুটির মর্যাদা দেওয়ার অনুরোধ জানিয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের আওতাধীন ৬০টি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য খ্রিস্টান সম্প্রদায় পরিচালিত আরও ৫০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করছে। পরীক্ষার তারিখ নির্ধারণে খ্রিস্টান সম্প্রদায়ের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন এবং পরীক্ষার সূচি পুনর্বিবেচনার দাবি তুলেছেন।
এ অবস্থায়, ২০ এপ্রিলের নির্ধারিত গণিত পরীক্ষা অন্য কোনো সুবিধাজনক দিনে নেওয়ার আহ্বান জানিয়েছে ক্যাথলিক শিক্ষা বোর্ড। পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হলে খ্রিস্টান পরীক্ষার্থী ও তাদের পরিবারের উদ্বেগ দূর হবে বলে তারা মনে করছেন।
এই বিষয়ে বাংলাদেশ ক্যাথলিক শিক্ষা বোর্ডের নির্বাহী পরিচালক জ্যোতি এফ গমেজ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, বিগত সময়ে এই দিনটিতে কোন পরিক্ষা নেওয়া হতো না। কিন্তু এই বার হয়তো ভুলবশত রুটিনে চলে এসেছে। তাই আমি সরকারের কাছে আহ্বান জানাবো এইদিনের পরিক্ষার সময় পরিবর্তনের।