৩৩ মুদ্রণ প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিল এনসিটিবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:২৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৫৪ PM
সঠিক সময়ে ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ ও সরবরাহ সম্পন্নকারী ৩৩টি মুদ্রণ প্রতিষ্ঠানকে সংবর্ধনা দিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) এনসিটিবি মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। বিশেষ অতিথি
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও ফোকাল পারসন কাজী আব্দুর রহমান, এনসিটিবির সদস্য (কারিকুলাম) অধ্যাপক রবিউল কবির চৌধুরী, সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী ও সদস্য (অর্থ) মো. নায়েব আলী ।
আরও পড়ুন: স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি
২০২৫ শিক্ষাবর্ষে প্রথম থেকে দশম শ্রেণির পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের ৪১ কোটি পাঠ্যপুস্তক মুদ্রণের জন্যে ১১৬টি ছাপাখানা এনসিটিবির কাছ থেকে কার্যাদেশ পায়। ইতোমধ্যে প্রায় ৮৬ শতাংশ পাঠ্যপুস্তক মুদ্রণ কাজ সম্পন্ন হয়েছে। সংবর্ধিত ৩৩টি ছাপাখানার মধ্যে ১৮টি শিট মেশিন ক্যাটাগরিভুক্ত ও ১৫টি ওয়েব মেশিন ক্যাটাগরির।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা সচিব কার্যসম্পাদনকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সঠিক সময়ে কাজ শেষ করার মধ্য দিয়ে যে সব ছাপাখানা শিক্ষাকার্যক্রমে অবদান রেখেছে তাদের বিশেষভাবে মূল্যায়ন করার আশ্বাস দেন।
আরও পড়ুন: শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব ওবায়দুর রহমান
তিনি বলেন, ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক নভেম্বর মাসের মধ্যে ছাপা শেষ হবে এবং ডিসেম্বর মাসের ২৫ তারিখের মধ্যে মাঠপর্যায়ে পৌঁছে যাবে। ১ জানুয়ারি শিক্ষার্থীরা একসঙ্গে সব বই হাতে পাবে বলে সচিব মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথি সংবর্ধিত ছাপাখানার মালিকদের ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান। সংবর্ধনার জবাবে দুজন প্রেসমালিক তাদের অনুভূতি ব্যক্ত করেন।