‘আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য আন্দোলন করিনি’ 

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম  © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ভোটের অধিকার আদায়ের জন্য ১৭ বছর আন্দোলন করেছি। আমরাই আপনাদের ক্ষমতায় বসিয়েছি। আপনাদের চিরস্থায়ী ক্ষমতায় থাকার জন্য আন্দোলন করিনি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপি আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণসমাবেশে এ কথা বলেন তিনি।

সালাম বলেন, শেখ হাসিনা এ দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে দেশের সবকিছু খেয়ে ফেলেছেন। এ দেশের ব্যাংক, বিমা, শেয়ার বাজার খেয়েছেন। এ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন। সবশেষ এ দেশের মানুষের অধিকার ভারতের কাছে বেচে দিয়েছিলেন। গত ১৭টা বছর এই দেশের মানুষ ভোট দিতে পারেনি, ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন।

তিনি বলেন, ভোটের অধিকারের জন্য আমরা লড়াই করেছি। ভোটের অধিকারের জন্য আমাদের কয়েকশ নেতাকর্মী শহীদ হয়েছে। শত শত নেতাকর্মী পঙ্গু হয়েছে, বাড়ি ঘর ছাড়া হয়েছে। ১৫ বছর বিএনপির নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। দ্রুত নির্বাচন দিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিন।

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক মন্ত্রী ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, সাবেক এমপি মো. উমর ফারুখ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শিক্ষাবিদ শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, ড্যাব নেতা ডাক্তার মো. ইউনুস আলী, প্রমুখ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence