১-৩৬ জুলাই গণমাধ্যমের ভূমিকা নথিভুক্ত করা হবে: প্রেস সচিব

প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম  © সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনার আমলে গণমাধ্যমে স্বৈরাচারের পক্ষে যত বয়ান তৈরি হয়েছে, তার সবকিছু নথিভুক্ত করা হচ্ছে। ১-৩৬ জুলাই গণমাধ্যমের ভূমিকা নথিভুক্ত করা হবে। অনেক গণমাধ্যম শিক্ষার্থীদের সন্ত্রাসী ও জঙ্গি হিসেবে আখ্যা দিয়েছে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের হত্যার বৈধতা দিয়েছে। ভয়াবহ সাংবাদিকতা হয়েছে। পূর্বাচলের প্লট পাওয়ার জন্য অনেক সাংবাদিক এমন ভূমিকা রেখেছে।

আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
প্রেস সচিব বলেন, জুলাই আন্দোলনে অনেক সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন আবার অনেকে ট্রমাটাইজ। সব চোখ রাঙানিকে উপেক্ষা করে অনেক গণমাধ্যম ভালো সাংবাদিকতা করেছেন। এর বাইরে অনেক গণমাধ্যম দালালি করেছে। শুধু এক মাস নয়, এর আগে আওয়ামী লীগের পুরোটা সময় ক্ষমতাসীনদের পক্ষে বয়ান তৈরি করেছে অনেক গণমাধ্যম। স্বৈরাচারের হাতকে শক্তিশালী করেছে।
 
নতুন বাংলাদেশে দায়িত্বশীল সাংবাদিকতা চান জানিয়ে শফিকুল আলম বলেন, স্বাধীন সাংবাদিকতা তৈরি করতে হবে। যেসব সংবাদ ক্ষমতাকেই প্রশ্ন করতে পারে।
 
গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, গত ১৫ বছর সাধারণ মানুষকে কথা বলতে দেওয়া হয়নি। এরই মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের মতামতও গুরুত্বপূর্ণ।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!