অযোগ্য শাসকের শাসন বাংলাদেশের কেউ চায় না: হাসনাত আবদুল্লাহ

বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ
বক্তব্য রাখছেন হাসনাত আবদুল্লাহ  © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ দেশে আর কোনো অযোগ্য লোকের শাসন চান না বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না- যেখানে আলেম-ওলামাদের মাইক কেড়ে নেওয়া হয়; তাদের জেলে ঢুকানো হয়; কোরআন-হাদিস থেকে আলোচনা করার কারণে মাহফিল বন্ধ করে দেওয়া হয়। আমরা এমন বাংলাদেশ চাই না; যেখানে অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা দেবিদ্বারের ঐতিহ্যবাহী ধামতী দরবার শরীফের দুই দিনব্যাপী ৭৭তম বার্ষিক ইছালে ছাওয়াবের মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ আর চাই না, যেখানে দুর্নীতি-রাহাজানি, গুম-খুন, হত্যা থাকবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে সব ধর্মের মানুষ, তার ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে।

হাসনাত বলেন, আমাদের রাষ্ট্র কখনো আমাদের ঠিক করতে পারবে না, প্রশাসন আমাদের কি কখনো ঠিক করতে পারবে না, পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না, যদি না আমরা নিজেরা নিজের থেকে ঠিক হই। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন, তদবির কোনো ভালো জিনিস না, আপনি যদি মনে করেন আপনার পরিচিত লোক ক্ষমতার কাছাকাছি রয়েছে, তার থেকে আপনি বিশেষ সুযোগ-সুবিধা নিবেন, সেটাও এক ধরনের অপরাধ। 

তি‌নি আরও ব‌লেন, আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে, তারা আপনাদের কর্মচারী, আপনাদের কর্মচারী থেকে যদি একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকায় বিক্রি হয়ে যান, তাহলে আপনাদের যে আমানত রয়েছে, এই আমানতের খেয়ানত আপনারা করবেন। আমরা সারা বছর, পাঁচ বছর দশ বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব, কিন্তু আপনাদের আপনার হাতে যে একদিনের ক্ষমতা ছিল, ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন, তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য, দশ বছরের অপশাসনের জন্য এর দায়ভার আপনাকে নিতে হবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, নেতাকে দোষ দেওয়ার আগে, আমরা নিজের কাছে আগে প্রশ্নবিদ্ধ হবো, আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হবো।

দেবিদ্বারবাসীর উদ্দেশ্যে হাসনাত বলেন, দেবিদ্বারের কাছে আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন। আপনারও মনে করবেন আপনারা একটা নেতৃত্ব এবং আপনারও এক একজন নেতা।

মাহফিলে প্রধান বক্তা ছিলেন জৈনপুরের পীর মুফতি এনায়েত উল্লাহ আব্বাসী। এছাড়াও দেশের বিশিষ্ট আলেমগণ বক্তব্য রাখেন। 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence