মহানবী (সা.) কে নিয়ে ইডেনের সাবেক শিক্ষকের কটূক্তির অভিযোগ, প্রতিবাদ দাওয়াহ সার্কেলের

  © সংগৃহীত

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল। তারা দাবি জানিয়েছে, সোহেল হাসান গালিবের মন্তব্যের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শান্তি প্রদান করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ করার সাহস না পায়। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেলের পক্ষে একটি বিবৃতি পাঠান ইমরান হোসেন।

সম্প্রতি ইডেন কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক ও নায়েমের প্রশিক্ষক সোহেল হাসান গালিব তার ফেসবুক পোস্টে মহানবী (সা.) কটূক্তি করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোহেল হাসান গালিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‌‌ ‘তৌহিদি জনতা। নবীরে হালার অবমাননা, এইডা কোনো কথা! ঠিক করে ফুঁসে ওঠে তৌহিদি জনতা। নিমেষে খতম ক'রে...টেনে বের হয় চুপিচুপি, ময়লা মাথায় প'রে সাদা টুপি বলে, নবীরে ঠাপায় কোন হালা, সে কোন আচোদা-ফিক করে ফুঁসে ওঠে তৌহিদি জনতা। ['আমার খুতবাগুলি']’

দাওয়াহ সার্কেল বিবৃতিতে বলা হয় , ‘সম্প্রতি ইডেন কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক ও নায়েমের প্রশিক্ষক সোহেল হাসান গালিব তার ফেসবুক পোস্টে আমাদের হৃদয়ের স্পন্দন সর্বকালের শ্রেষ্ঠ মানব প্রিয় নবী (স.)-এর প্রতি কটূক্তি করার ধৃষ্টতা দেখিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।প্রিয় রাসুল-এর অপমান, পুরো উম্মাহর জন্য হৃদয়ে রক্তক্ষরণ!’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘তার এই অপমানজনক মন্তব্যে শুধু মুসলিম সমাজ নয়, বরং সমগ্র মানবতার অনুভুতি মারাত্মকভাবে আহত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবিপ্রেমী সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে, নবী (স.)-এর শানে এমন কোনো ধরনের অবমাননা বা কটূক্তি কোনভাবেই বরদাশত করা হবেনা। ঢাকা বিশ্ববিদ্যালয় দাওয়াহ সার্কেল সরকার ও প্রশাসনের নিকট গোস্তাখে রাসুল সোহেল হাসান গালিবের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার জোর দাবি জানাচ্ছে এবং তাকে তার মন্তব্যের জন্য বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শান্তি প্রদান করতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘৃণিত কাজ করার সাহস না পায়।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence