অপারেশন ডেভিল হান্ট: ঝালকাঠিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পনির হোসেন
পনির হোসেন  © সংগৃহীত

সারা দেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন ‘ডেভিল হান্ট’ পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আওয়ামী লীগ নেতা মো. পনির হোসেনকে (৫২) গ্রেফতার করেছে কাঁঠালিয়া থানা পুলিশ। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকী সাতানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

আরো পড়ুন: শ্যামপুরে জুতার কারখানায় আগুন

পনির হোসেন উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া গ্রামের আ. সত্তার কালুর ছেলে। তিনি আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) ও আওরাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা। তিনি বলেন, ‘বিশেষ অভিযান পরিচালনা করে পনিরকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলাসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।’


সর্বশেষ সংবাদ