ঝালকাঠিতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের সংবর্ধনা

স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর স্বপ্ন’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়
স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর স্বপ্ন’র উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়  © টিডিসি

ঝালকাঠির কাঁঠালিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আগামীর স্বপ্ন’র উদ্যোগে অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্লের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার এসএম দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন সরকারি কাঁঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আকন, ঝালকাঠি সদর উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল্লাহ আল কাইয়ুম (রুবেল),  উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন, স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল আলম মিলু ও মো. নুরুজ্জামান বাদল।

মো. হাসিব ভূট্টো আকন ও সৈয়দ শফিকুল ইসলামের সঞ্চালনায় দেন মো. শাহজাহান আকন্দ, মো. মাইনুদ্দিন নিউটন, মোসা. ঝুমুর আক্তার, মো. কিশোর মাহমুদ আকন প্রমুখ। 

পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও ২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence