হাসিনাকে নিয়ে হাসনাতের প্রতিক্রিয়া

হাসনাত আবদুল্লাহ
হাসনাত আবদুল্লাহ  © ফেসবুক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‌‌‌‌‌‌‌‌‘হাসিনা, আপনি ভিন্ন একটি প্রজন্মের বিপক্ষে দাঁড়িয়েছেন।’ আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টটির সাথে কমেন্টে তিনি একটি ভিডিও লিংক জুড়ে দেন। সে ভিডিওতে দেখা যাচ্ছে একজন তরুণ কথা বলছেন সাংবাদিকদের সাথে। তিনি ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুর চলাকালে সেখানে দাঁড়িয়ে আছেন।

তিনি সাংবাদিকদের বলছেন, ‘এখানে এসেছি উৎসাহ নিয়ে। আমাদের জেন জি জেনারেশন এই আন্দোলনের একটা বড় অংশ। এখানে আসার পর আমার মিশ্র অনুভূতি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আগের বঙ্গবন্ধু ছিল আমাদের হৃদয়ের বঙ্গবন্ধু। একাত্তরের পরের বঙ্গবন্ধু কেমন ছিল সেটা আপনারা আজকে দেখতে পাচ্ছেন।’

তিনি সাংবাদিকদের বলেন, ‘হয় আপনি একজন বীরের মতো মৃত্যুবরণ করবেন অথবা আপনি এতো বেশিদিন বেঁচে থাকবেন যে, আপনি নিজেকে ভিলেন হিসেবে আবিষ্কার করবেন। শেখ হাসিনার ক্ষেত্রেও হয়েছে তা। বঙ্গবন্ধুর ক্ষেত্রেও সেটা হয়েছিল। আমি আশা করি, যারাই  পরবর্তীতে ক্ষমতায় আসবেন, তারা এমন কিছু করলে শেষ পরিণতি কী হবে তা মাথায় রাখবেন।’

পোস্টটিতে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেন। একজন লিখেছেন, বাংলাদেশে কোনো ফ্যাসিস্টের জায়গা নাই। ইনশাল্লাহ আমরা দেশের জন্য প্রস্তুত।

আরেকজন কমেন্টে লেখেন, অন্যান্য রাজনৈতিক দলকে শিক্ষা নিতে হবে।


সর্বশেষ সংবাদ