বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ AM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৬ AM

বিশ্ব ইজতেমার (৫৮তম) প্রথম পর্বের দ্বিতীয় ধাপ চলছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পর বয়ান করছেন ভারতের মাওলানা ফারুক। এই বয়ান বাংলায় অনুবাদ করছেন মুফতি আমানুল হক।
বুধবার সকাল সাড়ে ৯টায় হেদায়েতের বয়ান করবেন ভারতের আরেক মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পরে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সে দেশের মাওলানা ইব্রাহীম দেওলা। দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্য আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের।
এদিকে, দ্বিতীয় ধাপের ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রথম পর্বের দ্বিতীয় ধাপে চার মুসল্লির মৃত্যু হলো। তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের (জোবায়ের অনুসারী) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দিবাগত ২টায় রাত জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী গ্রামের শামসুল আলম (৬০) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর (রসুলপুর) গ্রামের গফুর আলী সরকারের ছেলে সুজাবত আলী সরকার (৭৫) মৃত্যুবরণ করেন।
এ ছাড়া, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে ৫ জন মুসল্লির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শুরায়ে নেজাম মিডিয়া সমন্বয় হাবিবুল্লাহ রায়হান।
প্রতিবারের মতো এবারও টঙ্গীর ৫৮তম বিশ্ব ইজতেমায় গণবিয়ে আয়োজন করা হয়। দ্বিতীয় ধাপের ইজতেমায় ২৩ জোড়া যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে হজরত ফাতেমা (রা.) ও হজরত আলী (রা.) বিয়ের দেনমোহর অনুসারে এ বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ভারতের মাওলানা যোহাইরুল হাসান। প্রথম পর্বের প্রথম ধাপে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়। এ নিয়ে প্রথম পর্বের দুই ধাপে ৮৬ জোড়া বিয়ে হয়েছে।
বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়। তারপর মাগরিবের নামাজের আগেই নবদম্পতিদের জন্য মোনাজাত হয়। যৌতুকবিহীন বিয়েতে বর উপস্থিত থাকলেও কনের মতামত নিয়ে উপস্থিত থাকেন তাদের অভিভাবক।