সরস্বতী পূজা দেখে বাড়ি ফেরার পথে প্রাণ গেল তিন বন্ধুর

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৯ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
নিহতদের পরিবারের সদস্যদের আহাজারি

নিহতদের পরিবারের সদস্যদের আহাজারি © সংগৃহীত

সরস্বতী পূজা দেখতে নোয়াখালী থেকে ফেনীতে ঘুরতে এসে লাশ হয়ে বাড়িতে ফিরল তিন বন্ধু। দুজন ঘটনাস্থলেই নিহত হন অন্যজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

রোববার (৩ ফেব্রুয়ারি) ফেনীতে সরস্বতী পূজা দেখে মোটরসাইকেলে করে নিজ এলাকা নোয়াখালীতে ফিরছিলেন তারা। পথে রাত সাড়ে আটটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফেনীর দাগনভূঞার বেকের বাজার এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তারা। 

নিহতরা হলেন, নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মনোরঞ্জন বৈষ্ণবের ছেলে দেবু বৈষ্ণব (২২), কৃষ্ণ ঘোষের ছেলে অন্তর ঘোষ (২০) ও বেগমগঞ্জ পৌরসভার আলীপুর এলাকার কৃষ্ণ বৈষ্ণবের ছেলে সৌরভ গোস্বামী (২২)।

দুর্ঘটনাস্থলের বাসিন্দা প্রত‍্যক্ষদর্শী ইয়াসিন বলেন, তাদের মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে বেঁকের বাজারের আগে একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করছিল। সে সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ফেলে রাখা করাত কলের গাছের গুড়ির সাথে ধাক্কা খায়। আরোহী তিনজন রাস্তার ওপর ছিটকে পড়ে। দুইজন ঘটনাস্থলেই মারা যান। আমরা আহত একজনকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
 
অন্তর ঘোষ এইচএসসি দ্বিতীয় বর্ষ এবং সৌরভ গোস্বামী নোয়াখালীর সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। নিহত অন্তরের স্বজন কাজল জানান, তারা তিন বন্ধু ফেনী এসেছিল স্বরস্বতী পূজা দেখতে। অন্তরের বোন ফেনী থাকে তার সাথেও দেখা করেছিল প্রতিবেশী তপন ঘোষ বলেন, ‘তারা সবাই নম্র ও ভদ্র হিসেবে পরিচিত ছিল। তাদের এবাবে অকালে চলে যাওয়া মেনে নিতে পারছি না।’

ফেনী মহাসড়ক থানার উপপরিদর্শক সাকায়েত হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় প্রত‍্যক্ষদর্শীদের তথ‍্য মতে, অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। 

প্রতিষ্ঠার ১৫বছর পরেও প্রো-ভিসি, ট্রেজারার পায়নি বুটেক্স; আ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
মাদকের আখড়ায় নৌবাহিনীর অভিযান, আটক ৩
  • ১৯ জানুয়ারি ২০২৬
৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ চলতি মাসেই
  • ১৯ জানুয়ারি ২০২৬
কৃষি গুচ্ছের বিষয় ও বিশ্ববিদ্যালয় পছন্দক্রমের ফল আজ, ভর্তি …
  • ১৯ জানুয়ারি ২০২৬
বিদ্যুৎ পরিদর্শকের মৌখিক পরীক্ষা ১ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইউটিউব থেকে বাড়তি আয়ের ৩ কৌশল
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9