কারাগার থেকে সাবেক মন্ত্রী ফারুক খানের বিস্ফোরক মন্তব্য, ভাইরাল স্ট্যাটাস

ফারুক খান
ফারুক খান  © সংগৃহীত

বিএনপির কর্মী মকবুল হত্যা ঘটনার মামলায় কারাগারে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। কারাগার থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন সাবেক মন্ত্রী ফারুক খান। সেখানে তিনি লিখেছেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না।’

আওয়ামী লীগের রাজনীতি পরির্বতনের কথা উল্লেখ করে ফারুক খান আরও লিখেছেন, ‘এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

ফারুক খানের স্ট্যাটাস মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকে তার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন। 

ফারুক খানের ফেসবুক পোস্ট দেখে অনেকে প্রশ্ন করেছেন, কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক ব্যবহার করলেন, কীভাবে মোবাইল ব্যবহার করলেন? অনেকে এটা তার পোস্ট ও ব্যক্তিগত মতামত কিনা, তা নিয়ে সন্দেহ প্রকাশ  করেছেন।


সর্বশেষ সংবাদ