ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন দেওয়া ঠিক হবে না: জামায়াত আমির
- ফেনী প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩১ PM

ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) ফেনীর পরশুরামে গত আগস্টের বন্যায় ভেঙে যাওয়া মুহুরি নদীতীরের বল্লার মুখ বাঁধ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আমরা সবাই চাই সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। পাশাপাশি ন্যূনতম যে সংস্কারগুলো না হলে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হবে না, ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে সরকারকে সহযোগিতা করা উচিত।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের ব্যাপারে চিন্তার ভিন্নতা থাকতেই পারে। আমরা মনে করি, এমন একটি নির্বাচন হওয়া প্রয়োজন, যে নির্বাচনে স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রত্যেক ভোটার তার ভোট দিতে পারবে। পাশাপাশি প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মানুষের ভোটও নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন সরকার হোক, গ্রাম থেকে শহর সব জায়গায় যেন তাদের দায়বদ্ধতা থাকে। জনগণ দীর্ঘদিন বঞ্চিত হয়েছে, সেইদিন যেন আর ফিরে না আসে।’
মুুহুরি নদীর বাঁধটি বন্যার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী অন্যায়ভাবে কেটে দিয়েছে অভিযোগ করে জামায়াতের আমির বলেন, ‘কোনো দেশ এভাবে নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলতে পারে না। এটার নজির নেই।’
মুহুরি নদী তীরে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকার শান্তিপূর্ণ স্থায়ী সমাধানের পথে হাঁটুক। শুধু এ বেড়িবাঁধ নয়, এখানে পুরো নদীতে যে ব্লকগুলো দেওয়া হয়েছিল, সেগুলো পড়ে গেছে। সেখানে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়নি। যদি দুর্নীতি না হতো, বছর বছর যে বাজেট হয়েছে তা কাজে লাগত, তাহলে মানুষের এ দুঃখ দূর হয়ে যেত। অতীতে যারা এ অপকর্ম করেছে, তারাও ফল ভোগ করবে। কিন্তু এটির সঙ্গে তারা দেশবাসীকেও কষ্ট দিচ্ছে, যা আমাদের খারাপ লাগে। এ জন্য বাঁধ নিয়ে ফেনীবাসীর এ যৌক্তিক দাবির সঙ্গে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’