মায়ের সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা
- ঝালকাঠি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৭ PM

ঝালকাঠির রাজাপুরে মায়ের সঙ্গে অভিমান করে মোসা. এলমা আক্তার (১৬) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে। রবিবার বিকেলে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলমা পশ্চিম গালুয়া দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং ওই এলাকার মো. নূরুল ইসলামের মেয়ে।
নিহতের বড় ভাই মো. সুমন বলেন, ‘এলমা কিছুদিন ধরে স্কুলে যাচ্ছিল না। এটা নিয়ে ওর সঙ্গে আমার ও মায়ের রাগারাগি হয়। এরপর বাড়ির উঠানে বসে স্কুলে না যাওয়ায় ওরে বিয়ে দিয়ে দেওয়ার জন্য খুলনায় আমার এক বোনের সঙ্গে মোবাইল ফোনে কথা বলি। তখন এলমা, আমি ও মা একসাথে সবাই বসা ছিলাম। এলমা মোবাইলে কথা বলে ওর মোবাইল আমাদের কাছে রেখে ঘরে ঢুকে ওর গলার ওড়না দিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে৷ পরে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’
আরও পড়ুন: পুলিশের কাছ থেকে আ.লীগ নেতাকে ছিনতাইয়ের ঘটনায় মামলা, আটক ১৬
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. তমাল হালদার বলেন, ‘এলমা নামের এক কিশোরীকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। আমরা পরিক্ষা নিরীক্ষা করে পুলিশের কাছে দিয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, নিহত কিশোরীর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।