রবিউল হত্যা মামলায় ডিপজল গ্রেপ্তার

মো. সুজন ওরফে ডিপজল
মো. সুজন ওরফে ডিপজল  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার রবিউল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সুজন ওরফে ডিপজলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে র‌্যাব-২-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর ভোর ৫টার দিকে ডিপজল ও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জন ঢাকা উদ্যান এলাকার একটি নির্মাণাধীন ভবনের লোহার রড চুরির চেষ্টা করেন। তবে ভুক্তভোগী মো. রবিউলসহ সেখানে দায়িত্বরত অন্যান্য নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে তাদের আটক করেন।  

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই দিন রাত সোয়া ১১টার দিকে ঢাকা উদ্যান এলাকায় একটি দোকানের সামনে ডিউটি করার সময় মো. রবিউলকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় ডিপজল। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

র‌্যাব জানায়, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে গ্রেপ্তার এড়াতে আসামি ডিপজল আত্মগোপনে চলে যান। পরে ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব ২- এর একটি আভিযানিক দল রবিবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা উদ্যান এলাকা থেকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে বলে জানানো হয়।


সর্বশেষ সংবাদ