জুলাই আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ উত্তোলন

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
কবর থেকে লাশ উত্তোলন

কবর থেকে লাশ উত্তোলন © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় আদালতের নির্দেশে দাফনের প্রায় ৬ মাস পর বৈষম্যবিরোধী ছাত্র  আন্দোলনে নিহত ৪ জনের মরদেহ  উত্তোলন করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তারের নেতৃত্বে পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহগুলো উত্তোলন করা হয়। 

এ দিন সকাল সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের দক্ষিণ বাইপাইল চারালপাড়া কবরস্থান থেকে জাহিদুল হাসান সাগর (২৮) নামের একজনের লাশ উত্তোলন করা হয়। তিনি রংপুর জেলার তাজহাট থানার দুর্গাপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। আশুলিয়ার ভাদাইল এলাকা থেকে আশরাফুল ইসলাম (৩১) নামের এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। 

এছাড়া আশুলিয়ার বগাবাড়ী আমতলা কবরস্থান থেকে আরও দুটি লাশ ডিএনএ টেস্টের জন্য উত্তোলন করা হয়। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ এই দুটি লাশ অজ্ঞাতনামা হিসেবে স্থানীয়রা দাফন করেছিলেন। পরে একটি ভিডিওতে লাশের ছবি দেখে নিহত আবুল হোসেনের স্ত্রী লাকী আক্তার স্বামীকে চিনতে পারেন। তবে একই সঙ্গে দুটি অজ্ঞাতনামা লাশ থাকায় পরিচয় শনাক্তের জন্য ডিএনএ টেস্টের প্রয়োজন। লাশ উত্তোলনের সময় লাকী আক্তার উপস্থিত ছিলেন।

লাকী আক্তার বলেন, ‘আমার স্বামী হলুদ জার্সি পরে বের হয়েছিলেন। ২৫ দিন পর একটি ভিডিওতে হলুদ জার্সি দেখে আমি নিশ্চিত হই এটাই আমার স্বামী। পরে খোঁজ পাই তাকে কোথায় দাফন করা হয়েছে। কিন্তু সেখানে অজ্ঞাত আরও একটি লাশ থাকায় আজ লাশ তোলা হচ্ছে। স্বামীর লাশ বুঝে পেতে চাই এবং তার হত্যাকারীদের বিচার চাই।’

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, ‘৫ আগস্ট আশুলিয়া থানা এলাকায় বেশ কিছু হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলো নিয়ে পরে মামলাও করা হয়েছে। তখন লাশগুলো সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। মামলার তদন্তের স্বার্থে লাশগুলোর সুরতহাল ও ময়নাতদন্ত প্রয়োজন, তাই বিজ্ঞ আদালতের নির্দেশনায় লাশগুলো উত্তোলন করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।’’

এ বিষয়ে আশুলিয়ায় সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার বলেন, ‘আদালতের আদেশে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে কবর থেকে চারটি মরদেহ উত্তোলন করা হয়েছে। লাশ উত্তোলনের পর সুরতহাল করে ময়নাতদন্ত জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

৫০তম বিসিএসের ২০০ প্রশ্নে ১৭৭ বানান ভুল
  • ৩১ জানুয়ারি ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরার তিন আসনে শক্ত অবস্থানে জামায়াত, একটিতে হাড্ডাহাড…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই চাকরি আকিজ গ্রুপে, পদ ১৫, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে মারণাস্ত্র ব্যবহার করবে না বিজিবি’
  • ৩১ জানুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রীর বাসভবন হবে গণভবনের পাশেই
  • ৩১ জানুয়ারি ২০২৬