‘আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন’
ছাত্রলীগের হাতে খুন হওয়া বিএনপি কর্মীর স্ত্রীর স্ট্যাটাস
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৬:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন মিনহাজুর রহমান (২৫) নামে এক বিএনপি কর্মী। পেশায় তিনি প্রকৌশলী ছিলেন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ ঘটনা ঘটে।
মিনহাজুর বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে লেখাপড়া শেষ করে সফটওয়্যার ফার্মে চাকরি করছিলেন। স্বজন ও বন্ধুরা বলছেন, নিহত মিনহাজুর বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার স্ত্রী অন্তঃসত্ত্বা। রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।
এ ঘটনায় খুনিদের বিচার চেয়েছেন নিহতের স্ত্রী মাইজা আহলিন। ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি এই খুনের বিচার চেয়ে বলেন, খুব দরকার ছিল আমার জানরে মেরে ফেলা। আমার অনাগত সন্তানকে কেন বাবা ছাড়া করলেন ভাই? কেন করলেন? আমাকে বিধবা কেনো কিছুর বিনিময়ে আর পাবো? এই খুনির বিচার চাই। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি।
মিনহাজুর ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের হাফেজ ক্বারী রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে সাদ্দাম মার্কেট তুষার ধারা এলাকায় পরিবারের নিয়ে থাকতেন তিনি।