সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে: রিজভী

২৮ জানুয়ারি ২০২৫, ০৫:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:২৬ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে। সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে। বড় বড় বিশ্ব বিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামায়াতি চেতনার লোকজনকে। আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে, তেমনইভাবে এখনও বঞ্চিত হচ্ছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) বলেছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না। এগুলো হাসিনার কথার প্রতিধ্বনি। হাসিনা সরকার ও রাষ্ট্রকে এক করে দিয়েছে। এই সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। আর গণতন্ত্র মানেই আলোচনা-সমালোচনা। তীব্র সমালোচনা হবে এবং সরকার সব শুনবে। এরপর জনকল্যাণের পক্ষে যেসব সিদ্ধান্ত নেওয়া দরকার, সেগুলো দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে। এটাই তো সরকার।’

তিনি বলেন, ‘রাষ্ট্রের বিরোধিতা অপরাধ, কিন্তু সরকারের বিরোধিতা অপরাধ নয়। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে, সেই সরকার যদি সৎ ও জনগণের সরকার হয়, তাহলে সমালোচনাকে আমন্ত্রণ করবে। অথচ মাউশি বলে দিলো সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে কিছু বলা যাবে না।’    

তিনি আরও বলেন, ‘জনপ্রশাসনের সচিবের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনা এসেছে। তারপরও সে কীকরে সেখানে বহাল থাকে? এ ধরণের একটা ঘটনা জানার পরও তিনি কী করে জনপ্রশাসনের সচিব হিসেবে রয়েছেন?’

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘একটি রাজনৈতিক দল নানাভাবে মনে করছেন, জুলাই-আগস্টের বিজয় শুধু তাদের। এই অন্তর্বর্তী সরকার তাদের সরকার। আমাদের মনে হয় কোনও অবদান নেই। আমরা ১/১১ এর সরকারকে বলতাম সেনা সমর্থিত সরকার। আর এখন অনেকেই বলছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিশেষ দল সমর্থিত সরকার। বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে সেটা প্রমাণ হচ্ছে।’

ডিইএবর প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মো. হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় আরও ছিলেন– বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা মো. হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ। 

চবির সেই শিক্ষককে হেনস্থায় ঢাবি সাদা দলের উদ্বেগ, জড়িতদের ব…
  • ১২ জানুয়ারি ২০২৬
ইরানে সামরিক অভিযানের ইঙ্গিত দিলেন ট্রাম্প
  • ১২ জানুয়ারি ২০২৬
২০২৬ সাল ‘যুদ্ধ ও ধ্বংসের’ বছর, বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী
  • ১২ জানুয়ারি ২০২৬
আগামী নির্বাচনের ফলাফলে কেন 'প্রভাবক' হয়ে উঠতে পারেন সুইং ভ…
  • ১২ জানুয়ারি ২০২৬
যশোরের বিদেশি অস্ত্রসহ যুবক আটক
  • ১২ জানুয়ারি ২০২৬
মোবাইল ও ইন্টারনেট ব্যবহার করেন না যেসব কারণে
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9