নীলফামারী কারাগারে ১ সপ্তাহে দুই হাজতির মৃত্যু
- নীলফামারী প্রতিনিধি
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:১০ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০৭:১০ PM
নীলফামারী জেলা কারাগারে মমিনুর ইসলাম (৫০) নামে এক হাজতির রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মমিনুর নীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ি এলাকার বাসিন্দা। গত ডিসেম্বর মাসে একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী কারাগারের সুপার রফিকুল ইসলাম।
কারাগার সূত্রে জানা যায়, মমিনুরের শারীরিক অবস্থার অবনতি হলে ৭ জানুয়ারি চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। ৮ জানুয়ারি অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জেল সুপার রফিকুল ইসলাম জানান, চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ময়নাতদন্ত সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, গত ৬ জানুয়ারি (সোমবার) জাহিদুল ইসলাম (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সেদিন সকাল ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাগার সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম মাদক মামলায় গ্রেপ্তার হয়ে গত দুই মাস আগে কারাগারে আসেন। তিনি সেদিন শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ধরনের ধারাবাহিক মৃত্যুর ঘটনায় কারাগারের বন্দিদের স্বাস্থ্যসেবার মান নিয়ে প্রশ্ন উঠেছে। কারাগারে বন্দিদের স্বজনেরা এ খবরে অনেকটা আশঙ্কা প্রকাশ করছেন। স্বজন ও সচেতন মহলের দাবি, হাজতিরাও মানুষ, তারা যেন উপযুক্ত স্বাস্থ্যসেবা পায় এবং এটা যেন কর্তৃপক্ষ নিশ্চিত করে।