বসত বাড়িতে অগ্নিকাণ্ড, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু
- পাবনা প্রতিনিধি
- প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:২২ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতের বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায়ে ঘুমন্ত অবস্থায় আব্দুল হামিদ নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবের পিতা।
শনিবার (১১জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন পাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যান অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল হামিদ। গভীর রাতে ওই বাড়িতে অগুন লাগলে, পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও প্যারালাইসিসে আক্রান্ত বৃদ্ধ আব্দুল হামিদ বের হতে পারেননি। ফলে ওই ঘরেই দগ্ধ হয়ে মারা যান তিনি। রাস্তা সংকীর্ণ থাকায় আগুন নেভাতে যেতে পারেনি ফায়ার সার্ভিস।
এ বিষয়ে কৃষকদল নেতা মাহবুব জানান, ‘আমার আব্বা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারতেন না। আগুনের খবরে সবাই রুম থেকে বের হতে পারলেও তিনি বের হতে পারেননি। ফলে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান তিনি।’
চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে