‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ কথাটি ছিল ভেরি জেনারেল: আজহারী

১২ জানুয়ারি ২০২৫, ১২:০৭ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
সিলেটের মাহফিলে আজহারী

সিলেটের মাহফিলে আজহারী © সংগৃহীত

সম্প্রতি যশোরের একটি মাহফিলে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারীর দেয়া বক্তব্য ‘একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এই বক্তব্যের বিষয়ে রাজনীতিবিদদের উদ্দেশ্যে জনপ্রিয় ইসলামী এই বক্তা বলেছেন, সেদিনের কথাটি ছিল ‘ভেরি জেনারেল’। কথাটি নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নেই।

শনিবার (১১ জানুয়ারি) রাতে সিলেট এমসি কলেজ মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত তিন দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের শেষ দিনে আলোচনায় বয়ান পেশকালে তিনি এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান আজহারী বলেন, সম্প্রতি যশোরের একটি মাহফিলের আলোচনার একটি লাইন কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমি বলেছিলাম, ‘এক দল খেয়ে গিয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে’। এখানে তো আমি কোনো দলের নাম বলিনি।

“দেশে প্রায় ৪৮টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কোনো দলের নাম আমি বলিনি, কথাটি জেনারেল রেখেছি। দায়ীদের বৈশিষ্ট্য এটা, যার যে মেসেজ নেয়ার এখান থেকে নিয়ে নেয়। কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না। কিন্তু আপনারা (রাজনীতিবিদ) যে এটা নিজেদের গায়ে মাখালেন এটা ঠিক হয়নি। আমি বলবো যে, এটা খুব অনভিপ্রেত।”

তিনি বলেন, আমরা কোনো দলকে টার্গেট করে কিংবা কোনো দলের পক্ষে কথা বলি না। আমরা কথা বলি কোরআনের পক্ষে, আমরা কথা বলি ইসলামের পক্ষে। তাই একটি জেনারেল কথাকে নিয়ে আমার রাজনৈতিক বন্ধুরা নিজেদের গায়ে মাখেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তাহলে সাধারণ জনগণের কাছে একটি নেগেটিভ ম্যাসেজ যাবে আপনাদের ব্যাপারে। এটা হোক আমরা চাই না।

আজহারী বলেছেন, এদেশে চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি ও টেন্ডারবাজি হোক আমরা চাই না। আমরা দেখেছি ক্ষমতার যখন পালা বদল হয় তখন এক সরকার যায়, আরেক সরকার আসে। তখন আমরা দুর্নীতির ফিরিস্থি জানতে পারি তার আগে জানতে পারি না। প্রতিটি দলের ভেতরে আমরা এই বাজে স্বভাবটা দেখেছি। তাই এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে। নতুন ভোরের বাংলাদেশে আমরা যেনো কাদা ছোঁড়াছুড়ি না করি। আমাদের শপথ নেয়ার সময় হয়েছে। নিবন্ধিত প্রতিটি দলের শপথ নেয়া উচিত। আমরা আর কোনোদিন চাঁদাবাজি ও টেন্ডারবাজি করবো না।

খালেদা জিয়ার দোয়া মাহফিলে বক্তব্য দেওয়া নিয়ে নেতাকর্মীদের হ…
  • ১০ জানুয়ারি ২০২৬
ঢাবির অধীন নিটোরে ভর্তি আবেদন শুরু আজ, করবেন যেভাবে
  • ১০ জানুয়ারি ২০২৬
স্মার্টফোনের কারণে যেসব সমস্যা হতে পারে চোখে
  • ১০ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনরুদ্ধারে আলোচন…
  • ১০ জানুয়ারি ২০২৬
রাশিয়া-চীন যাতে নিতে না পারে, সে জন্য গ্রিনল্যান্ডের ‘মালি…
  • ১০ জানুয়ারি ২০২৬
ল্যাপটপ ব্যবহার করার সময় এ ভুলগুলো করবেন না
  • ১০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9