টাঙ্গাইলে জুলাই-আগস্টে অভ্যুত্থানে আহতদের সাথে মতবিনিময়

১১ জানুয়ারি ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মতবিনিময় সভা

মতবিনিময় সভা © টিডিসি ফটো

টাঙ্গাইলের জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১ টায় এ সভা অনুষ্ঠিত হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক এবং  জেলার সমন্বয়ক মনিরুল ইসলাম।
 
টাঙ্গাইল জেলা সমন্বয়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলাম জানিয়েছেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং খুব শীঘ্রই আহত ব্যক্তিদের সুচিকিৎসার ব্যবস্থা ও আর্থিক সহায়তা দেওয়া হবে, ইনশাআল্লাহ।’

সভায় অংশগ্রহণকারী আহতরা তাদের অভিজ্ঞতা ও আন্দোলনের সময়কার স্মৃতি তুলে ধরেন। তারা বলেন, ‘গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আমরা বিভিন্নভাবে আহত হয়েছি, কিন্তু এখনও পর্যন্ত আমরা যথাযথ চিকিৎসা পাচ্ছি না। এতে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা আহ্বান জানাচ্ছি, আহ‌ত‌দের জন্য দ্রুত এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক বলেন, ‘জুলাই আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ বা বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হবে। এছাড়াও, যেসব আহত ব্যক্তি এখনও তালিকাভুক্ত হননি, তাদের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। আহতদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমরা সব ধরনের সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি। এ বিষয়ে কোনো রকম অবহেলা করা হবে না। আমাদের লক্ষ্য হলো আহতদের দ্রুত সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।’

এছাড়া, আন্দোলনে আহত বেশ কয়েকজন তার অভিজ্ঞতা এবং আন্দোলনের সময়কার স্মৃতিচারণ করেন। টাঙ্গাইলের ৯ জন শহীদ এবং ২১৭ জন আহত হন এই আন্দোলনে, তাদের পরিবারের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়।

এ সভার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সমর্থন এবং আহতদের সাথে সহানুভূতির বার্তা প্রচার করা হয়।

পদোন্নতির দাবিতে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের কর্মকর্তাদের মান…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সিনারকে হারিয়ে ফাইনালে জোকোভিচ
  • ৩১ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন সুইডেনে, আবেদন শেষ ২ ফে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
২০ মিনিট পরেও ভর্তি পরীক্ষায় বসেছে শিক্ষার্থী, আগের দিন সুয…
  • ৩১ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের জনসভায় মোবাইল চুরি প্রায় ১০০, থানায় জিডি ৭০ জ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ধর্মের পথে চিত্রনায়িকা বর্ষা
  • ৩১ জানুয়ারি ২০২৬