জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে সরকার: প্রেস সচিব

শফিকুল আলম
শফিকুল আলম  © সংগৃহীত

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্র খসড়া চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা বেশকিছু কথা শুনেছি। এটা নিয়ে কথাবার্তা হচ্ছে, এটা নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা হবে। এটা নিয়ে সামনে কিছু অগ্রগতি দেখা যাবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা বলেছিলাম কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র জারি করা হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি বলেও জানান তিনি।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!