ট্রেন বিকল হওয়ায় মেট্রো স্টেশনে আটকে আছেন যাত্রীরা

০৫ জানুয়ারি ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM

ট্রেন বিকল হওয়ায় মেট্রোরেলের পল্লবী স্টেশনে আটকে আছেন যাত্রিরা। রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০ টা থেকে ২০ মিনিটের বেশি সময় ধরে যাত্রিদের অপেক্ষা করতে দেখা যায়।

১০ টার পরে স্টেশনের মাইকে ঘোষণা দিয়ে বলা হয়, সামনের ট্রেনটি ফল্ট করায় ট্রেনটি ছাড়তে বিলম্ব হচ্ছে। ঠিক কতক্ষণ বিলম্ব হবে সেটির কোনও নির্দেশনা এখনো পাওয়া যায়নি। যাত্রিদের ধৈর্য্ ধরে অপেক্ষা করার অনুরোধ।

স্টেশনে অপেক্ষারত মো. ইয়ামীন নামের একজন ১০ টা ৬ মিনিটের দিকে ফেসবুকে দেয়া এক পোস্টে বলেন, ‘২০ মিনিট ধরে পল্লবী মেট্রো স্টেশনে আটকে আছি। আগের ট্রেনে নাকি সমস্যা হয়েছে, তাই এই ট্রেন ছাড়ছে না। এদিকে অফিসে প্রবেশের সময় পার হয়ে যাচ্ছে। পল্লবী মেট্রো স্টেশন, মিরপুর।’

পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ট্রেনের দরজা খোলা অবস্থায়। ভেতরে সবাই ট্রেন ছাড়ার জন্য অপেক্ষা করছেন।

টুঙ্গিপাড়ায় শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও পোশাক বিতরণ
  • ০৫ জানুয়ারি ২০২৬
এসওএইচও প্রকল্পের পঞ্চম ট্রান্সন্যাশনাল মিটিংয়ে এআইইউবির অং…
  • ০৫ জানুয়ারি ২০২৬
লিখিত দেওয়ার পরও সুর বদল ছাত্রদল প্যানেলের
  • ০৫ জানুয়ারি ২০২৬
আমাকে তদন্ত রিপোর্ট ছাড়াই রিমান্ড দিয়েছে: সুরভী
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাসুমের ৫ উইকেটের ম্যাচের লজ্জার রেকর্ড নোয়াখালীর
  • ০৫ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসে কত আবেদন পড়ল
  • ০৫ জানুয়ারি ২০২৬