মসজিদের স্ক্রিনে আ.লীগ নিয়ে বার্তা : যে নির্দেশনা দিল ফেনী জেলা প্রশাসন

৩১ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে আ.লীগের বার্তা

মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে ওঠে আ.লীগের বার্তা © সংগৃহীত

ফেনীর সব মসজিদ, মাদরাসা, বিদ্যালয় ও বিপণিবিতানে স্থাপিত ডিজিটাল বিজ্ঞাপনী বিলবোর্ড সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এ নির্দেশনার কথা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান তিনি।

জেলা প্রশাসক বলেন, বড় মসজিদের ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মসজিদ একটি পবিত্র স্থান, এটি কোনো বিজ্ঞাপনী সংস্থা নয়। বিশৃঙ্খলা রোধে আমরা সব সময় সতর্ক আছি।

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য ডিজিটাল বিলবোর্ড বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুই থেকে তিন দিনের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরদের খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, ফেনী শহরের মধ্যে কতগুলো ডিজিটাল স্ক্রিন রয়েছে, তা আমরা সঠিক তথ্য নেই। সরকারি-বেসরকারি, মসজিদ, মাদরাসা ও মার্কেটে যেসব ডিজিটাল স্ক্রিন আছে সবগুলো সাময়িক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফেনী কেন্দ্রীয় বড় মসজিদের নামাজের সময়সূচির ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা প্রদর্শিত হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে একজন অপারেটরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

এ ঘটনায় জেলা বিএনপি নেতারা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রতিবাদ জানান।

শেরপুরের ঘটনায় ইউএনও-ওসি প্রত্যাহার
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যাসহ নির্বাচনকালীন নারী অবমাননার প্রতিবাদ
  • ২৯ জানুয়ারি ২০২৬
রিট খারিজ, কাল ৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই
  • ২৯ জানুয়ারি ২০২৬
ছেলের কবর দেখে নির্বাক সেই জামায়াত নেতার বৃদ্ধ বাবা
  • ২৯ জানুয়ারি ২০২৬
ক্রিকেট দল না গেলেও যাচ্ছে শুটিং দল, সামাজিক যোগাযোগমাধ্যমে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের ৫ তথ্য চাইল মন্ত্রণালয়
  • ২৯ জানুয়ারি ২০২৬