সারজিস আলমের হামলায় সাংবাদিক আহতের দাবি, ঘটনা ভুয়া

  © সংগৃহীত

সম্প্রতি ঘুষ লেনদেনের ছবি তোলায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের আঘাতে ইকবাল হাসান নামে এক সাংবাদিক আহত হওয়ার দাবি উঠেছে। এ ঘটনার ছবিসহ ‘THE DHAKA GUARDIAN’ লোগো সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

এ ঘটনা সঠিক নয় বলে গত ২৫ ডিসেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সারজিস আলমের হামলায় এক সাংবাদিক আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি বরং, ভিন্ন একটি ঘটনার পুরোনো ছবি ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। 

এ বিষয়টি অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইংরেজি সংবাদমাধ্যম নিউ এজের ওয়েবসাইটে ২০২৪ সালের ২২ মার্চ তারিখে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে।

একই তারিখে একই ঘটনায় জাতীয় দৈনিক মানবজমিন ও ইলেকট্রনিক মিডিয়া এনটিভির অনলাইন সংস্করণেও ভিন্ন দুটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন দুটিতেও একই ছবির ব্যবহার পরিলক্ষিত হয়েছে। প্রতিবেদনগুলো পর্যবেক্ষণ করে জানা যায়, গত ২২ মার্চ সময়ের আলোর প্রতিবেদক সাংবাদিক সাব্বির আহমেদের ওপর তিতুমীর কলেজের সামনে হামলা করে তিতুমীর কলেজের ছাত্রলীগ কর্মীরা। গুরুতর আহত সাব্বিরকে মহাখালীর লাইফ লাইন হাসপাতালে নেওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ছাড়া প্রচারিত ফটোকার্ডে উল্লিখিত ‘THE DHAKA GUARDIAN’ লোগোর সূত্র ধরে যাচাই করা হয়, তবে ওই নামে কোনো সংবাদমাধ্যমের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানার জানায়, এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে ফটোকার্ডে উল্লিখিত ‘৯ ডিসেম্বর, ২০২৪’ তারিখের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি।

সুতরাং ভিন্ন ঘটনার পুরোনো ছবি ব্যবহার করে সারজিস আলমের হামলায় একজন সাংবাদিককে আহত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence