সচিবালয়ে অগ্নিকাণ্ড

শিক্ষা মন্ত্রণালয়ের সব দফতরে সবোর্চ্চ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা

শিক্ষা মন্ত্রণালয়
শিক্ষা মন্ত্রণালয়  © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সকল দপ্তর ও সংস্থার মাঠপর্যায়ের অফিসে অগ্নিকাণ্ড এড়াতে নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয়। সচিবালয়ে অগ্নিকাণ্ডের পর আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। 

চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সকল দপ্তর ও সংস্থার মাঠপর্যায়ের অফিসে অগ্নি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধ ও নির্বাপণ বিষয়ে দপ্তরগুলোতে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। এ সংক্রান্ত একটি চিঠি সব দফতরেও পাঠানো হয়েছে।  

আরও বলা হয়, দুর্ঘটনা এড়াতে অনতিবিলম্বে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ এবং ভবনের জন্য জনচলাচল স্থানসমূহ উন্মুক্তকরণ, সিঁড়িসমূহ চলাচল উপযোগীকরণ এবং অগ্নিনির্বাপণ সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়। এছাড়াও এসব কাজে নিয়োজিত সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন সকল দপ্তর ও সংস্থার মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সব শিক্ষাবোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রভৃতি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence