তথ্য মেলায় মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বাণী প্রচার

২২ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
বিতরণ করা লিফলেটগুলো

বিতরণ করা লিফলেটগুলো © সংগৃহীত

রংপুরে আয়োজিত তথ্য মেলায় সরকারি চারটি দপ্তরের স্টলে মুজিববর্ষের লিফলেট ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য-সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। এসব লিফলেট ছড়িয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে স্টল থেকে লিফলেটগুলো সরিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে লিখিত ব্যাখ্যা চেয়েছে জেলা প্রশাসন।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।  মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, মৎস্য দপ্তর, সঞ্চয় অফিস এবং পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে বিতর্কিত লিফলেট রাখা হয়।  মেলা উদ্বোধনের পর লিফলেটগুলো দর্শনার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তথ্য মেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি, জেলা মৎস্য দপ্তর, জেলা সঞ্চয় অফিস ও পরিবার পরিকল্পনা বিভাগের স্টলে মুজিববর্ষের লিফলেট ও শেখ হাসিনার বক্তব্য-সংবলিত লিফলেট রাখা হয়।  মেলা উদ্বোধনের পর তা দর্শনার্থীদের হাতে হাতে ছড়িয়ে পড়ে।  একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মেলা প্রাঙ্গণে এসে ক্ষোভ প্রকাশ করেন।  পরবর্তী সময়ে এসব স্টল থেকে লিফলেটগুলো সরিয়ে ফেলা হয়।

সেখানে বিতরণ করা লিফলেটগুলোতে লেখা ছিল, ‘নিরাপদ মাছে ভরব দেশ, মুজিববর্ষে বাংলাদেশ,’ বাঙালি জাতি এখন বিশ্বে মাথা উঁচু করে চলছে আগামীতেও মাথা উঁচু করে চলবে, সেটাই হবে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’ আওয়ামী লীগ সরকারের সময়কার মুজিববর্ষের লোগোও দেখা যায় লিফলেটে।

ঘটনাস্থলে উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার বলেন, ‘৫ আগস্ট শেখ হাসিনা পালালেও তার দোসররা এখনো সবখানে বিরাজমান।

তারা নতুন করে শেখ হাসিনা তত্ত্বকে এস্টাবলিষ্ট করতে চাচ্ছে। পতিত হাসিনার ফ্যাসিস্ট কাঠামোগুলো জাগ্রত করতে চাইছে। আজকের সরকারি স্টলগুলো থেকে তথ্য মেলার নামে বঙ্গবন্ধুর মুজিববর্ষের ছবিসহ শেখা হাসিনার সেই সেই ফ্যাসিস্ট বাণীর লিফলেট বিতরণ করা হলো। এটা আমরা কোনোভাবেই মানতে পারছি না। এরা কিভাবে এই সাহস পায়। সেটাও বুঝলাম না। এর মাধ্যমে ২৪-এর জুলাই বিপ্লবকে চ্যালেঞ্জ করছে শেখ হাসিনার সরকারি দোসররা। অবিলম্বে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করতে হবে।’

এই বিষয়ে রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল সাংবাদিকদের বলেন, ‘স্টল পরিদর্শনের সময় প্রথমে নলেজে আসেনি। বাট পরে আমি সেটা দেখতে পাই ‍দুটি স্টল থেকে একটি মন্তব্য এবং লোগোসংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে, যা আগের ফ্যাসিস্ট সরকারের।  এটা জানা মাত্রই জেলা মৎস্য অফিস এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিসের কর্মকর্তাদের ডেকে পাঠিয়েছি।  তাদের কাছে জানতে চেয়েছি।  এটা কিভাবে এলো।  কেন এলো। তারা দুজনই আমার কাছে ক্ষমা চেয়েছেন।’ 

তিনি আরও বলেন, আমরা আগে থেকেই বলে রেখেছিলাম।  যদি ফ্যাসিস্ট সরকারের কোনো কিছু লিফলেট থাকে সেগুলো নষ্ট করতে। কিন্তু কেন সেগুলো তারা করল না।  সব মিলিয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের তাৎক্ষণিক ব্যাখ্যা চেয়েছি এবং লিখিতভাবে যা যা করণীয় দরকার সেটা করব।

ঢাবিতে ওসমান হাদীর স্মরণে আয়োজিত হচ্ছে ৫দিনব্যাপী বইমেলা
  • ১২ জানুয়ারি ২০২৬
টেকনাফের দুটি প্রধান সীমান্ত বাণিজ্যকেন্দ্র বন্ধ, রাজস্ব হা…
  • ১২ জানুয়ারি ২০২৬
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9