শহীদ স্মৃতিস্তম্ভে নাচ-গানের টিকটক ভিডিও হিরো আলমের, সমালোচনার ঝড়

শহীদ স্মৃতিস্তম্ভে নাচ-গানের টিকটক ভিডিও বানিয়েছেন হিরো আলম
শহীদ স্মৃতিস্তম্ভে নাচ-গানের টিকটক ভিডিও বানিয়েছেন হিরো আলম  © সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভ। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের নারকীয় হত্যাযজ্ঞের স্বাক্ষর বহন করছে খুনিয়াদিঘি। পরে সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। শহীদ স্মরণে নির্মিত ওই স্মৃতিস্তম্ভে নাচ-গানের টিকটক ভিডিও বানিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম ও তার সঙ্গী রিয়া মনি। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ওরশ মেলায় রাজমনি সার্কাসে নাচ-গান করতে গিয়েছিলেন হিরো আলম ও তার সঙ্গী মডেল রিয়া মনি। পরে রাণীশংকৈলের মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘি শহীদ স্মৃতিস্তম্ভে টিকটক ভিডিও বানান তারা। এ সময় উপস্থিত দর্শকরা টিকটক ভিডিওটি তাদের মোবাইলে ধারন করে। পরে তা মুর্হূতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর চারদিকে শুরু হয় সমালোচনার ঝড়।

বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, জুতা পরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে নাচ-গান করা শহীদদের প্রতি চরম অবমাননা। যা বরদাস্ত করা যায় না। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ‘এ বিষয়ে আমরা অবগত আছি। এটি অত্যন্ত দুঃখজনক ও অবমাননাকর। থানার ওসির সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence