নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ১

  © সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে মহান বিজয় দিবসের মিছিল নিয়ে পুষ্পস্তবক অর্পণ করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় তামজিদ আহমদ (১৭) নামে একজনকে গ্রেফতার করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী। 

জানা যায়, মহান বিজয় দিবস উপলক্ষ্যে কয়েকজন নেতা-কর্মী উপজেলার চারখাই এলাকায় একটি মিছিল বের করে। মিছিল শেষে স্থানীয় শহিদ মিনারে ছাত্রলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে। 

পরে পুলিশ সোমবার (১৬ ডিসেম্বর)  বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চারখাই ইউনিয়নের জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তামজিদ আহমদ (১৭) নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা পশ্চিমপাড়া এলাকার লিপন আহমদের ছেলে। 

এ ব্যাপারে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছবেদ আলী বলেন, বিয়ানীবাজারে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রলীগের কিছু নেতা-কর্মী মিছিল বের করে। মিছিলে অংশ নেওয়া একজনকে গ্রেফতার করা হয় এবং আদালতে প্রেরণ করা হয়।


সর্বশেষ সংবাদ