বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে শহীদ মিনারে স্বজন ও শিক্ষার্থীরা

১৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
শহীদ মিনারে স্বজন ও শিক্ষার্থীরা

শহীদ মিনারে স্বজন ও শিক্ষার্থীরা © টিডিসি ছবি

বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নিরপেক্ষ কমিশন গঠনের দাবিতে শহীদ মিনারে জড়ো হয়েছেন নিহতদের স্বজন ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের স্বজন ও শিক্ষার্থীদের শহীদ মিনারে জড়ো হতে দেখা যায়।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন মাহিন সরকার। আগামীকাল (মঙ্গলবার) বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে বলে জানা গেছে।

সমন্বয়ক মাহিনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। (হ্যাশট্যাগ) আইএমউইথমাহিন।’

এদিকে আজ সকালে বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে বিশেষ প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কমিটিতে সদস্য থাকবে পাঁচ থেকে ৯ জন।

কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি, প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন বলে জানিয়েছেন উপদেষ্টা।

এই ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডি ইস্যুতে নতুন করে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই কমিটিতে থাকবেন বিচার বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা,  সিভিল সার্ভিস ও পুলিশের সাবেক কর্মকর্তা। আগামী পাঁচ কার্যদিবসের ভেতর এই কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা আপাতত এখনকার নিউজ। কিন্তু কোনো প্রশ্নবিদ্ধ কমিশন আমরা চাই না। দ্রুততম সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত রিপোর্ট জাতির সামনে দিতে হবে। চলে আসুন কেন্দ্রীয় শহীদ মিনারে।'

জেলা কারাগার থেকে হাজতির পলায়ন, ডেপুটি জেলারসহ বরখাস্ত ৮
  • ৩১ জানুয়ারি ২০২৬
আরও কমল জ্বালানি তেলের দাম
  • ৩১ জানুয়ারি ২০২৬
ছাত্রদল নেতার ছুরিকাঘাতে নারী ব্যবসায়ীর মৃত্যু
  • ৩১ জানুয়ারি ২০২৬
মামুনুলের শক্তি মোহাম্মদপুরের প্রভাব-প্রতিপত্তি, ববির আছে অ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
সোনার দাম ফের বাড়ল, এবার কত?
  • ৩১ জানুয়ারি ২০২৬
এনএসইউ ইয়েস ক্লাবের ‘এন্ট্রেপ্রেট সিজন ৩’-এর গ্র্যান্ড ফিনা…
  • ৩১ জানুয়ারি ২০২৬