শেখ হাসিনাকে দেশে ফেরানোর ‘গোপন শপথ’ পাঠ, ভিডিও ভাইরাল

গোপন স্থানে একত্রিত হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ পাঠ
গোপন স্থানে একত্রিত হয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ পাঠ  © ভিডিও থেকে নেওয়া

মহান বিজয় দিবসে শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য অজ্ঞাত স্থানে বসে শপথ পাঠের আয়োজন করা হয়। ওই শপথ পাঠের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ।

জানা গেছে, ওই শপথ পাঠের আয়োজন করে বরগুনার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে কখন ও কোথায় তা অনুষ্ঠিত হয়, সেটি কেউ নিশ্চিত করেনি।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে ভিডিওটি ভাইরাল হয়। ২ মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, বরগুনার একটি অজ্ঞাত স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়েছেন। তাদের হাতে বেলুন ও ব্যানার। ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনার হাত ধরে জঙ্গি জামায়াত খতম করো, মুক্তিযুদ্ধ আঁকড়ে ধরো’। এতে বরগুনা জেলা ছাড়াও কয়েকটি উপজেলার নাম উল্লেখ ছিল।

ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীদের শপথ পাঠ করছেন। তাতে বলা হয়, ‘গৌরবময় মহান বিজয় দিবস ২০২৪। চারদিকে তাকিয়ে দেখি বঙ্গবন্ধুর সোনার বাংলা মেটিকুলাস প্ল্যানে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। স্মার্ট বাংলাদেশকে দুর্মূল্যের জিন্দাবাদি কলঙ্কে পরিণত করার ষড়যন্ত্র চলছে। গণতান্ত্রিক ব্যবস্থাকে ছারখার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে। এই নৈরাজ্যকর পরিস্থিতিতে আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে, জঙ্গি জামায়াত, বিএনপির অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবি মামলার সমুচিত জবাব দেব। গরিব-দুঃখী মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে মৃত গৌরভকে ফিরিয়ে আনবো। জাগ্রত বিবেকবান দেশ প্রেমিকদের ঐক্য গড়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবো। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করবো। জয় বাংলা।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর সার্কেল) মো. আব্দুল হালিম বলেন, ‘বরগুনার বিভিন্ন উপজেলায় গোপনীয়ভাবে এটা করেছে। কিছু নেতাকর্মী মিলে বেলুন উড়িয়েছে এরকম ভিডিও দেখেছি। তবে কোথায় বসে করেছে তা জানতে পারিনি। দৃষ্টিগোচর হয়েছে, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence