বেগম রোকেয়া দিবস আজ, পদক পাচ্ছেন বর্ষীয়ান দাবাড়ু রানী হামিদ

০৯ ডিসেম্বর ২০২৪, ১০:৫২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
রাণী হামিদ

রাণী হামিদ © সংগৃহীত

বাঙালি নারী শিক্ষার অগ্রদূত এবং সমাজ সংস্কারক বেগম রোকেয়ার  আজ (৯ ডিসেম্বর) ১৪৪তম জন্মবার্ষিকী ও ৯২তম মৃত্যুবার্ষিকী। 'নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়' রোকেয়া দিবস উপলক্ষ্যে 'বেগম রোকেয়া পদক' প্রদানসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছে। এ বছর ‘বেগম রোকেয়া পদক’ পাচ্ছেন কিংবদন্তি ক্রীড়াবিদ দাবাড়ু রাণী হামিদ। চার দশকেরও বেশি সময় ধরে দাবা খেলছেন তিনি।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ওসমানী মিলনায়তনে এই পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাণী হামিদের পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার পুত্র এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

এ বিষয়ে কায়সার হামিদ বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের যে আম্মা রোকেয়া পদক পাবে। ক্রীড়ার মাধ্যমে নারী জাগরণে ভূমিকা রাখায় তাকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই স্বীকৃতি প্রদান করছে।’ 

উল্লেখ্য, নারী শিক্ষার প্রসারে বেগম রোকেয়ার অবদানের কথা স্মরণ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এক বাণী দিয়েছেন। বাণীতে প্রধান উপদেষ্টা ‘বেগম রোকেয়া দিবস-২০২৪’ ও ‘বেগম রোকেয়া পদক প্রদান-২০২৪’ অনুষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, বেগম রোকেয়া ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন সমাজের চার দেয়ালে আবদ্ধ থেকে তার ক্ষুরধার লেখনীর মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীদের শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। আজ একবিংশ শতাব্দীতে এসে আমরা তার স্বপ্নের বাস্তবায়ন দেখতে পাই।

তিনি আরও বলেন, ‘আমি আশা করি বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে।’ 

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ
  • ৩১ জানুয়ারি ২০২৬
সরকারের ঋণ নিয়ে ঢাবি অধ্যাপকের ছড়ানো তথ্য সঠিক নয়
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘নির্ধারিত সময়ের আগে সরকারি বাসা ছেড়েও মিডিয়া ট্রায়ালের শিক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
শেরপুরে সেই জামায়াত নেতা হত্যার ঘটনায় মামলা
  • ৩১ জানুয়ারি ২০২৬
‘শহীদের মায়ের আবেগকে অবমাননা অমানবিক ও নিন্দনীয়’
  • ৩১ জানুয়ারি ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির …
  • ৩১ জানুয়ারি ২০২৬