অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করেছেন
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সমাবেশের আয়োজন করেছেন  © সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক সমাবেশের আয়োজন করেছেন। সেখানে তারা ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের সমালোচনা করেন। এসময় তারা জানিয়েছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা।

শনিবার (৭ ডিসেম্বর) মহাখালীর রাওয়া ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তারা।

সমাবেশে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিক দেওয়ান বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী এবং যেকোনো শত্রু মোকাবিলায় প্রস্তুত। বর্তমান সেনাবাহিনী এখন ১৯৭১ সালের মতো নয়। দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত সব সৈনিক প্রস্তুত আছেন।'

অনুষ্ঠানের আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন, 'বাংলাদেশে সব ধর্ম বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত ষড়যন্ত্র শুরু করেছে। দেশটি মনে করেছে বিগত সময়ে যে সব সুযোগ-সুবিধা পেয়ে এসেছে এখনও পাবে।' 

তিনি আরও বলেন, 'বাংলাদেশিরা তাদের (ভারত) কাছে এখন আর প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায়।'

সরকারের প্রতি আহ্বান জানিয়ে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, 'ভারতের সাথে নতজানু পররাষ্ট্র নীতি নয়, হতে হবে সমতার ভিত্তিতে।'

এছাড়াও বিগত সরকারের সময় ভারতের সাথে করা চুক্তিগুলো প্রকাশের দাবি করেন তারা। সমাবেশ শেষে তাদের একটি বিক্ষোভ মিছিল জাহাঙ্গীর গেট সড়ক প্রদক্ষিণ করে আবারও রাওয়া কমপ্লেক্স মাঠে এসে শেষ হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence