শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আদালত এখনও চিঠি দেয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়

০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৬ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত আদালত কোনো চিঠি পাঠায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। রফিকুল ইসলাম বলেন, দিল্লি থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখনও আদালতের কোনো নির্দেশ দেওয়া হয়নি। 

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে দেশে অসংখ্য হত্যা মামলাসহ গুম ও খুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।  

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় বাংলাদেশ–ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। মুখপাত্র জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি বৈঠকে আলোচিত হবে কিনা, তা এখনও নির্ধারিত নয়। কারণ এ বিষয়ে কোনো পক্ষই এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেনি।

শেখ হাসিনা যেন দিল্লি থেকে উসকানিমূলক বক্তব্য না দেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানানো হলেও দেশটি এখন পর্যন্ত কোনো উত্তর দেয়নি বলে জানান রফিকুল ইসলাম।  

বৈঠকে বাংলাদেশ-ভারত বানিজ্য, পানি বণ্টন, সীমান্তসহ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হবে বলে জানান মুখপাত্র। তবে হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিক্ষোভ চলছে।  

এছাড়া ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে গত মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরির আসন্ন সফর এমন এক সময়ে হতে যাচ্ছে, যখন দুই দেশের সম্পর্কে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেলের দ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচনেও শীর্ষ তিন পদে এগিয়ে শিবির
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে রাবি ছাত্রদলের ম…
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ
  • ১৯ জানুয়ারি ২০২৬
উইলিয়ামসনসহ অন্যদেরও বিপিএলে আনার ইচ্ছা নিশামের
  • ১৯ জানুয়ারি ২০২৬
এমপিওভুক্ত সকল মাদরাসার প্রধানের শূন্যপদের তথ্য পাঠানোর নির…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9