মমতার বক্তব্যে কড়া প্রতিবাদ জানালেন মির্জা ফখরুল

০২ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান।  

সোমবার (২ ডিসেম্বর) লন্ডন থেকে মুঠোফোনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন, সকালে পত্রিকায় দেখলাম, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সরাসরি হুমকি। আমরা মনে করি, এই বক্তব্যের মাধ্যমে নেতৃবৃন্দের ভেতরের দৃষ্টিভঙ্গি কিছুটা প্রকাশ পেয়েছে।  

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করা উচিত। বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। সম্প্রতি গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। এ দেশের জনগণ যেকোনো ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

ভারতীয় মিডিয়ায় বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষতি হওয়ার প্রচারণা নিয়ে তিনি বলেন, ভারতীয় মিডিয়ার প্রচারিত সাম্প্রদায়িক বিভাজনের গল্প সম্পূর্ণ মিথ্যা। এখানে ভারতের সাংবাদিকরা এসে সত্যিকারের পরিস্থিতি দেখেছেন। অথচ এ ধরনের অপপ্রচার এবং মিথ্যা দাবি বাংলাদেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

মির্জা ফখরুল ইসকন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ইসকনের সাম্প্রতিক ভূমিকা সন্দেহজনক এবং বাংলাদেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এ বিষয়ে বাংলাদেশের জনগণ সজাগ রয়েছে। আমরা দেখছি, ইসকনকে ঘিরে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, সোমবার ভারতের বিধানসভায় শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেন। এনডিটিভি জানিয়েছে, ইসকনের তিনজন পুরোহিত গ্রেপ্তারের ঘটনার প্রেক্ষিতে মমতার এই মন্তব্য আসে।  

দুবার সাংবাদিকদের ডেকে মতবিনিময় সভা বাতিল, এমপি প্রার্থী সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই:…
  • ১৮ জানুয়ারি ২০২৬
স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান …
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, …
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩ দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান
  • ১৮ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দাদি-নাতিসহ ৩ জনের মৃত্যু
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9