রাজধানীতে চালককে গলায় রশি পেঁচিয়ে হত্যা, অটোরিকশা ছিনতাই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৯ PM
রাজধানীর সবুজবাগের গ্রীন মডেল টাউন এলাকায় গলায় রশি পেঁচিয়ে বিধানমণ্ডল (১৯) নামে এক অটোরিকশা চালককে হত্যার পর রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে বেগুনবাড়ি গ্রীন মডেল টাউনের ১২ নম্বর রোডের একটি ফাঁকা জায়গা থেকে রিকশা চালকের মরদেহটি উদ্ধার করে সবুজবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, ‘পরিবারের মাধ্যমে আমরা জানতে পারি গতকাল বিকালে বিধানমণ্ডল অটোরিকশা নিয়ে ডেমরার কয়েকপাড়া এলাকা থেকে বের হয়। পরে আর বাসায় ফেরেনি।
‘আমরা খবর পেয়ে গ্রীন মডেল টাউনের ১২ নাম্বার রোড থেকে গলায় রশি পেঁচানো ও মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্নসহ বিধানমণ্ডলের মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
ইয়াসিন আলী আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওখানে ফেলে যায় এবং তার অটোরিকশাটি নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি সবুজবাগ থানায় মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত কে বা কারা হত্যা করেছে সে বিষয়টি জানা যায়নি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’
নিহত বিধান মণ্ডলের খালাতো ভাই সুজন মণ্ডল বলেন, পরিবারের সঙ্গে ডেমরা কায়েতপাড়া ৭০ নম্বর ওয়ার্ডে থাকতেন বিধান মণ্ডল। তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বিধানের বাবা মহাদেব মণ্ডল ফার্নিচারের ব্যবসা করেন। দুই মাস আগেই বিধানকে তার বাবা অটোরিকশাটি কিনে দিয়েছিলেন।