অটোস্ট্যান্ড দখলের চেষ্টা আ.লীগ নেতার, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অর্ধশত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ AM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০১:০৮ AM
হবিগঞ্জ শহরের আলম বাজারে ব্যাটারিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলি ও টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় আলম বাজারে এ সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতা আশিক মিয়া ও তার ছেলে মোতাব্বির মিয়া আজ সন্ধ্যায় অটোরিকশা স্ট্যান্ড দখল করতে যান। এ সময় অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার পাথারিয়া গ্রামের সুরুজ আলীসহ স্থানীয়রা বাঁধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।
আরও জানা যায়, সংঘর্ষে আহতদের মধ্যে চোখে গুলিবিদ্ধ মোতালিব মিয়াকে ঢাকায় পাঠানো হয়। এছাড়া টেটা ও গুলিবিদ্ধ অন্য ১০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বানিয়চং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।