প্রবাসে প্রভাব: যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের বিপুল সম্পদের সন্ধান

লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর, যেখানে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠদের মালিকানাধীন বেশ কিছু সম্পত্তি রয়েছে।
লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর, যেখানে আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠদের মালিকানাধীন বেশ কিছু সম্পত্তি রয়েছে।  © সংগৃহীত

যুক্তরাজ্যে বিলাসবহুল ফ্ল্যাটসহ বিশাল অট্টালিকার মালিক হয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মন্ত্রী, রাজনীতিক, ও ব্যবসায়ীরা। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদসদ্যরা। 

তাদের নামে দেশটির বিভিন্ন স্থানে প্রায় ৩৫০টি সম্পত্তি রয়েছে। যার মূল্য ৪০ কোটি পাউন্ডের (৬ হাজার কোটি টাকা) বেশি। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশির ভাগ কেনা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকার গ্রোসভেনর স্কয়ারে সাতটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারত্ব রয়েছে। ২০২২ সালের মার্চ মাসে ২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার পাউন্ডে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন সালমানের ছেলে আহমেদ শায়ান রহমান। এছাড়াও সেখানে ৩ কোটি ৫৫ লাখ পাউন্ডে কেনা তার আরও একটি ফ্ল্যাট রয়েছে।  

উল্লেখ্য, ২০২২ সালে খবর বেরিয়েছিল, লন্ডনে সালমান পুত্র শায়ানের একটি বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন শেখ হাসিনার বোন শেখ রেহানা।

গ্রোসভেনর স্কয়ারে এবং এর কাছাকাছি এই পরিবারের আরেক সদস্য আহমেদ শাহরিয়ার রহমানের আরও চারটি সম্পত্তি রয়েছে। যার মূল্য ২ কোটি ৩০ লাখ পাউন্ড।

যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় ১৬ কোটি পাউন্ড মূল্যের ৩০০টির বেশি সম্পদ রয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের প্রায় ১৬ কোটি পাউন্ড মূল্যের ৩০০টির বেশি সম্পদ রয়েছে।

যুক্তরাজ্যের সারে এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের দুটি সম্পত্তি রয়েছে। যার মূল্য ১ কোটি ৩০ লাখ পাউন্ড। এ ছাড়া এলাকাটি পরিদর্শনের সময় আহমেদ আকবর সোবহানের এক ছেলের মালিকানাধীন একটি অট্টালিকার সন্ধান পাওয়া গেছে।

এ ছাড়া যুক্তরাজ্যে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের সম্পত্তির সন্ধানও পাওয়া গেছে। লন্ডনের কেনসিংটনে তিনি ও তার পরিবারের সদস্যদের নামে ৩ কোটি ৮০ লাখ পাউন্ডের পাঁচটি সম্পত্তি রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

 


সর্বশেষ সংবাদ