ইসকন মন্দিরে হামলা: ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১০:৩৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM

কিশোরগঞ্জের ভৈরবে ইসকন পরিচালিত একটি মন্দির হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) বিকেলে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন হাসিবুল হাসান (২৮), প্রান্ত এবং মো. সানজিব। এর মধ্যে হাসিবুল পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সানজিব পাঠাগারবিষয়ক সম্পাদক এবং প্রান্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
শুক্রবার রাণীবাজার হলুদপট্টি এলাকায় ইসকনের পরিচালিত ‘শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ’ মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই রাতে নির্মল কর্মকারের ছেলে প্রণয় কর্মকার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহিন বলেন, ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।