হামলা নয়, দুর্ঘটনার কবলে ভারত থেকে আসা বাস

শ্যামলী পরিবহন
শ্যামলী পরিবহন  © ফাইল ছবি

ভারতের ত্রিপুরা থেকে কলকাতাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকায় হামলা হয়েছে বলে ত্রিপুরা রাজ্যের একটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়েছে, একটি পণ্যবোঝাই ট্রাক বিশ্বরোডে ইচ্ছাকৃতভাবে বাসটিকে চাপা দেয়।

তবে খোঁজ নিয়ে জানা যায় ভিন্ন ঘটনা। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ঢাকা-আগরতলা-ঢাকা পথে চলাচলকারি শ্যামলী পরিবহনের একটি বাস ওভারটেকজনিত কারণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অটোরিকশার চালক সামান্য আহত হন। তবে বাসের যাত্রীরা অক্ষত আছেন।

বাসের চালক মো. আসাদুল হক বলেন, একটি ট্রাক ওভারটেক করতে গেলে আমি ইমার্জেন্সি ব্রেক কষে দাঁড়িয়ে যাই। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশার বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে অটোরিকশাটি বাসের পেছনে আটকে যায়। তাৎক্ষণিকভাবে নেমে একটি রেকার আনার ব্যবস্থা করে অটোরিকশাকে সড়িয়ে নিই। বিষয়টি হাইওয়ে থানা পুলিশকেও অবহিত করা হয়। পুলিশ আমার ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজপত্র দেখে চলে যেতে বলে। দুর্ঘটনায় বাসের কোনো ক্ষতি হয়নি কিংবা যাত্রীরা আঘাত পাননি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, তেমন বড় ধরনের কিছু হয়নি। দুর্ঘটনায় অটোরিকশাচালক সামান্য আহত হন। বাসের চালক ও অটোরিকশা চালকের মধ্যে সমঝোতা করে যে যার মতো চলে গেছেন।


সর্বশেষ সংবাদ