সাংবাদিকদের ওপর চড়াও ন্যাশনাল মেডিকেলের শিক্ষার্থীরা

২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর চড়াও শিক্ষার্থীরা

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ওপর চড়াও শিক্ষার্থীরা © সংগৃহীত

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যুর ঘটনায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৬ নভেম্বর) আয়োজিত সম্মেলনে প্রশ্ন করার জেরে সাংবাদিকদের ওপর চড়াও হয়েছেন ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, 'গতকাল সোমবার একটি প্রতিবেদনের জন্য বক্তব্য নিতে চাইলে হাসপাতালের ইমরান নামে এক চিকিৎসক হুমকি দেন। তিনি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে কর্মরত। চিকিৎসক এভাবে গণমাধ্যমকর্মীকে হুমকি দিতে পারেন কিনা?'

জবাবে হাসপাতালের উপ–পরিচালক মো. রেজাউল হক বলেন, 'এটা তিনি ব্যক্তিগতভাবে বলেছেন, এ সম্পর্কে তারা কিছু জানেন না।"

এ বিষয়ে প্রশ্নকারী সাংবাদিক ইমরান হোসাইন বলেন, 'ঢাকা ন্যাশনাল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মহিমা আক্তার শেফাকে অব্যাহতি দেওয়ার ঘটনায় আমি বক্তব্য জানতে ফোনকল দিই। পরে ডা. শেফা বক্তব্য শেষ না করেই ফোন কেটে দেন। কিছুক্ষণ পর তার ভাই হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডাক্তার ইমরান আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, হুমকি দেন। এই ঘটনাটি আজ সংবাদ সম্মেলনে উত্থাপন করি। এরপর সব সাংবাদিক এর প্রতিবাদ জানিয়ে চলে আসার পর হাসপাতালের শিক্ষার্থী ও ডাক্তারেরা আমাদের ওপর চড়াও হয়। তাদের ব্যবহার দেখে আমি বিস্মিত।'

সাংবাদিক মুজাহিদ বিল্লাহ বলেন, 'সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের সঙ্গে এই ধরনের ব্যবহার কাম্য নয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নই যদি না নিতে পারে তাহলে সাংবাদিকদের আসার অনুরোধ কেন জানানো হলো?'

সাংবাদিকেরা আরও জানান, "কয়েকজন শিক্ষার্থী সাংবাদিকদের সঙ্গে মারমুখী আচরণ করেন। তারা চিৎকার শাসিয়ে শাসিয়ে বলার চেষ্টা করেন, ওই চিকিৎসকের আচরণের কারণে আজকের সংবাদ সম্মেলনের ইস্যু যেন সাংবাদিকেরা ধামাচাপা না দেন।' 

এ বিষয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) অধ্যাপক ডা. ইফফাত আরা বলেন, 'এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। যারা জড়িত তাদের আমরা শাসন করেছি। মেডিক্যালের শিক্ষার্থীরা হুটহাট কী করে! মাথা গরম ওদের। শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা আপনাদের (সাংবাদিকদের কাছে) সরি।'

প্রসঙ্গত, শিক্ষার্থী অভিজিৎ হাওলাদারের মৃত্যু যে চিকিৎসায় অবহেলার কারণে ঘটেনি সেটি জানাতেই আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ।  সম্মেলনে শিক্ষার্থী অভিজিতের মৃত্যুর দায় হাসপাতালের ওপর চাপানো ভিত্তিহীন বলে দাবি করেছে কর্তৃপক্ষ। 

ট্যাগ: ছাত্র
মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২১ জানুয়ারি ২০২৬
পে কমিশনের সব প্রস্তাব হুবহু বাস্তবায়ন নাও হতে পারে: অর্থ উ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ
  • ২১ জানুয়ারি ২০২৬
কর্মসূচির ছবি ফেসবুকে দিয়ে সাইবার বুলিংয়ের শিকার ছাত্রদলের …
  • ২১ জানুয়ারি ২০২৬
নোবিপ্রবিতে তরুণ গবেষকদের নবীন বরণ ও ‘গবেষণায় হাতেখড়ি’ অনুষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
বাংলাদেশে ভারতীয় দূতাবাসকর্মীদের দেশে ফেরার পরামর্শ দিল্লির
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9