নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল শিশুর মরদেহ 

২৪ নভেম্বর ২০২৪, ০৬:৪২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিহত আব্দুর রহমান

নিহত আব্দুর রহমান

ভোলার চরফ্যাশনে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে আব্দুর রহমান নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) ভোরে চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চকবাজার গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে তার স্বজনরা।

শিশুটি একই বাড়ির মো.আমির হোসেন মাঝি ও আঁচিয়া বেগম দম্পতির ছোট ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মো.মেহেদী হাসান। তিনি বলেন, এ ঘটনায় ওই শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

জানা যায়, গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে বসতঘরের সামনে উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল শিশু আব্দুর রহমান। একপর্যায়ে হঠাৎ শিশুটি সবার লোকচক্ষুর আড়ালে চলে যায়। পরে শিশুর স্বজন ও প্রতিবেশীরা মিলে তাকে খুঁজতে শুরু করে। পরে শিশুটিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। 

নিখোঁজের একদিন পর তার বাবা আমির হোসেন মাঝি গত ২২ নভেম্বর বিকেলে দুলারহাট থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে শনিবার সকালে তাদের বসতঘরের পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

খালেদা জিয়ার আসনে বিকল্পরাই দলের প্রার্থী: সালাহউদ্দিন
  • ০১ জানুয়ারি ২০২৬
নাটোরে বেসরকারি প্রাথমিকের একটি বই দিয়েই বছর শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরে বিশ্বকাপসহ ক্রিকেটে যত খেলা বাংলাদেশের
  • ০১ জানুয়ারি ২০২৬
শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদ ২৬, আবেদন শুরু ৫ জানুয়ারি
  • ০১ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতৃত্বাধীন নির্বাচনী জোট নিয়ে ১০১ আলেমের তিন আপত্তি
  • ০১ জানুয়ারি ২০২৬
ইমন-ওমরজাইয়ের টর্নেডো ইনিংসে চ্যালেঞ্জিং পুঁজি সিলেটের 
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!