আন্দোলনে গুলিবিদ্ধ জাবি শিক্ষার্থী কাজলকে দেখতে হাসপাতালে জামায়াত নেতা বুলবুল

হাসপাতালে যান জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল
হাসপাতালে যান জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী কাজল মিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতালে যান জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। শনিবার (১৬ নভেম্বর) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে গিয়ে তিনি তার খোঁজ খবর নেন।

এর আগে গত ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে গুরুতর আহত হয়েছিলেন কাজল মিয়া। হাসপাতালে তিনি ছাড়াও আরও দুইজন আহত শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ জানিয়েছেন, কাজলের বর্তমান শারীরিক অবস্থা সাধারণ বিমানে বিদেশে স্থানান্তরের জন্য উপযুক্ত নয়। এজন্য তার চিকিৎসার উন্নত সুবিধার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের সুপারিশ করা হয়েছে এবং এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পরই কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হবে।

নূরুল ইসলাম বুলবুল আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং জনগণের প্রত্যাশা উল্লেখ করে বলেন যে, জুলাই-আগস্ট বিপ্লবের জাতীয় বীরদের উন্নত চিকিৎসা প্রদান করতে হবে। একইসাথে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন যে, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া কালবিলম্ব না করে যৌক্তিক সময়ের মধ্যে সম্পন্ন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা জরুরি। 
বুলবুল আরও দাবি করেন, ছাত্র-জনতার অর্জিত বিপ্লবের বিরুদ্ধে পরাজিত শক্তি এবং তাদের দোসররা প্রতিবিপ্লবের ষড়যন্ত্র করছে এবং এ ধরনের ষড়যন্ত্রকে প্রতিহত করতে দেশবাসীকে সজাগ থাকতে আহ্বান জানান।

হাসপাতালে উপস্থিত ছিলেন, ডা. আফজাল মমিন, সহকারী অধ্যাপক ডা. মাহফুজুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মনিরুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ, যারা কাজলের চিকিৎসা এবং সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence