পঙ্গু হাসপাতালের সামনে এখনো অবস্থান করছেন আহত ব্যক্তিরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১১:২০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ১১:২০ PM
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পদত্যাগ ও সুচিকিৎসার দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) সামনে বিক্ষোভ করছেন জুলাই-আগস্ট আন্দোলনে আহত ব্যক্তিরা। বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টার পরেও রাস্তায় অবস্থান করছেন তারা।
সন্ধ্যার পর আন্দোলন স্থলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আসার জন্য দাবি তোলা হয়। রাতে পঙ্গু হাসপাতালের সামনে অবস্থানরত আহতদের সঙ্গে কথা বলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। সমস্যা সমাধানে উপদেষ্টাদের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে তিনি বলেন, তিন মাস পর আমার ভাইয়েরা এখনো রাস্তায় আছে, এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার। এই সমস্যার সমাধান কীভাবে করা যায়, সে জন্য আমাকে একটু সময় দিন।
এর আগে একই দিন দুপুর সোয়া ১টার দিকে পঙ্গু হাসপাতালের সামনের সড়ক বন্ধ করে সেখানে অবস্থান নেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হাসপাতালটিতে চিকিৎসাধীন আহতরা।