জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভিন্নধর্মী আয়োজন ধানমন্ডি থানা যুবদলের

বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি
বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি  © টিডিসি ফটো

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়ি’ এই স্লোগান কে সামনে রেখে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গ্রীন ধানমন্ডি বিনির্মাণে বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্যোগ নিয়েছ ধানমন্ডি থানা যুবদল। 

শনিবার (৯ নভেম্বর) সকালে ধানমন্ডি রবিন্দ্র সরোবর সংলগ্ন লেক পাড়ে গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম। 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানমন্ডির বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন ও পথচারীদের মাঝে পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি ফ্রী গাছের চারা বিতরণ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফায় উদ্বুদ্ধ হয়ে সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে পরিবেশগত মানোন্নয়নে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান উপস্থিত নেতা-কর্মীবৃন্দ।

অনুষ্ঠানের উদ্বোধক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ করা জরুরি। তিনি আরো বলেন, ধানমন্ডি আমাদের  এই ধানমন্ডিকে বসবাস উপযোগী করে তোলা এবং সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়ার ক্ষেত্রে আমাদেরি ভুমিকা রাখতে হবে।

1592e324-cff9-428a-8804-6c1398527ce7 

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্যারিস্টার অসীম বলেন, বর্তমান সময়ে তরুণদের একটা বড় অংশ যখন বিপথগামী, সেই সময়ে ধানমন্ডি থানা যুবদলের নেতা-কর্মীরা ভালো ভালো কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবিদার।পরিবেশের বিপর্যয় ঠেকাতে এবং সুস্থ প্রজন্ম গড়ার লক্ষ্যে তারা বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করছে এর চেয়ে ভালো কী হতে পারে? এভাবে আমরা সবাই মিলে একটু একটু করে ভালো কাজ করলে সমাজ বদলে যাবে।

অনুষ্ঠানের আয়োজক ধানমণ্ডি থানা যুবদলের সাবেক যুগ্ম-আহবায়ক মো. মনির হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের নির্দেশিত সমাজ কল্যাণমূলক কাজের অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, সুরক্ষিত ও সুস্থ প্রজন্মের ধানমন্ডি গড়াই আমাদের লক্ষ্য। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ সচেতন হবে; পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে ফলে ধানমন্ডি এলাকা হবে সুরক্ষিত। তাছাড়া সমাজ কল্যাণমূলক ও ভালো কাজের মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের উদ্দেশ্যেই আমাদের এই আয়োজন। 

উক্ত অনুষ্ঠানে ধানমন্ডি থানা যুবদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন থানা বিএনপির বিভিন্ন  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ এবং সাধারণ জনগণ।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সপরিবারের নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হয়, জিয়া হন গৃহবন্দি। ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়া। এর মধ্য দিয়ে তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, পরে দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব নেন।

বিএনপি এই দিনকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ এবং জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে গত ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ দিনটিকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করত।


সর্বশেষ সংবাদ