জামায়াত নিয়ে কী বলেছেন হেফাজতে আমির, কেন সমালোচনার ঝড়?

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

জামায়াতে ইসলামী নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। সম্প্রতি ফেনীর মিজান ময়দানে আয়োজিত এক রিসালাত সম্মেলনে ওই মন্তব্য করেন তিনি।

সম্মেলনে হেফাজত আমির বলেন, ‘আমরা জামায়াতে ইসলামকে ইসলামি দল মনে করি না। জামায়াতে ইসলাম মদিনার ইসলাম চায় না, তারা মওদুদীর ইসলাম প্রতিষ্ঠা করতে চায়’।  

তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম সব ভ্রান্ত ফেরকাসমূহের মধ্যে নিকৃষ্ট দল। এমনকি তারা কাদিয়ানি সম্প্রদায় থেকেও নিকৃষ্ট। কেননা জামায়াতে ইসলামের দ্বারা ইসলামের যে ক্ষতি হয়েছে, কাদিয়ানিদের দ্বারাও সে ক্ষতি হয়নি’।

এদিকে হেফজত আমিরের এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন কেউ কেউ। এর আগে ২০২১ সালে স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে ‘আওয়ামী লীগ ২০০ বছর ক্ষমতায় থাকলেও আপত্তি নেই’ বলে মন্তব্য করেছিলেন হেফাজত আমির মহিবুল্লাহ। তার ওই বক্তব্যের স্ক্রিনশটও অনেকেই এখন ফেসবুকে শেয়ার করছেন। 

কাজি দেলয়ারুল আজিম বলেন, ‘মুহিবুল্লাহ সাহেবকে হেফাজত থেকে অপসারণ চাই। সারা বাংলাদেশের জনসাধারণের সংগঠন হেফাজতে ইসলাম।’ মহসিন মোহন বলেন, ‘আওয়ামী লীগকে উনি (মুহিব্বুল্লাহ বাবুনগরী) ইসলামিক দল মনে করেন। তাই ২০০ বছর ক্ষমতায় থাকার দোয়া করেছিল’। কামরুল হাসান নামে এক নেটিজেন মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আবদুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরী বলে দাবি করেছেন। 

কেউ কেউ বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে মাথায় রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ‘এক প্ল্যাটফর্মে’ আনার বিষয়ে জামায়াতের ভেতর ও বাইরে অন্যদের সঙ্গে যখন আলোচনা চলছে তখন এমন মন্তব্য কাম্য নয়। 

তবে নেটিজেনদের কেউ কেউ আবার হেফাজত আমিরের বক্তব্য সঠিক বলেন দাবি করেছেন। 


সর্বশেষ সংবাদ