পলাতক পুলিশ সদস্যরা ‘সন্ত্রাসী’, দেখামাত্র গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম চৌধুরী
জাহাঙ্গীর আলম চৌধুরী  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশের এখন পর্যন্ত ১৮৭ জন যোগদান করেননি। তারা আর পুলিশ বাহিনীর সদস্য নন। আমি ধরে নিচ্ছি তারা সন্ত্রাসী। তাদের দেখা গেলে সাথে সাথে অ্যারেস্ট করা হবে।’

শনিবার (১৯ অক্টোবর) রাজশাহীতে তিনি এসব কথা বলেন।

পুলিশ নিয়ে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর পুলিশের যে অবস্থা ছিল, সেই অবস্থা থেকে এখন অনেকটা উত্তরণ হয়েছে। পুলিশের মধ্যে যে ট্রমা কাজ করছে, আমার কাছে এমন কিছু নাই যে দুই চারদিনে সেই অবস্থা থেকে বের করে আনব। বাস্তবতা হচ্ছে উন্নতি করেছে, আরও উন্নতি হবে।’

আসামি গ্রেফতার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘অনেক নিরীহ মানুষ আসামি হয়েছে। আসামি করে বাণিজ্যর ঘটনাও ঘটেছে বলে পত্রিকায় এসেছে। এসব সমস্যা করছে।’

লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘কৃষি যান্ত্রিকীকরণ ও সারে ব্যাপক দুর্নীতি হয়েছে। এটা নিয়ে তদন্ত হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। দুই একজনকে ইতিমধ্যে কাস্টডিতে নেয়া হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট সরকার আমলের নিয়োগে ক্ষেত্রে কিছু মেধায় চাকরি পেয়েছে। এর বাইরে যারা চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেয়া হবে। এক্ষেত্রে সমন্বিত ডিসিশন আসতে হবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence